সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


পাকিস্তানে ঈদ সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামী সোমবার ৩১ মার্চ। দেশটিতে আজ ২৮তম রোজা। দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, আগামীকাল দেশটির আকাশে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। 

এর আগে খালিজ টাইমস জানিয়েছে, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও অস্ট্রেলিয়ায়ও আগামী সোমবার ঈদ। 

ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮৬ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ