মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। একই সময়ে দখলদারদের হামলায় সেখানে আরও ১৪৫ জন আহত হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের ব্যাপারে বিবৃতিতে তারা বলেছে, “৪৪ জন নিহত ও ১৪৫ জন আহত ছাড়াও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেক আহত-নিহত পড়ে আছেন। অ্যাম্বুলেন্স অথবা সিভিল ডিফেন্সের ক্রুরা সেখানে যেতে পারছে না।”

নতুন করে ৪৪ জনের মৃত্যুতে ইসরায়েলি বর্বরতায় গাজায় মোট মৃত্যুর সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২০১ জনে পৌঁছেছে। এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন হয়েছে।”

চলতি বছরের জানুয়ারিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ওই সময় সেখানকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন তাদের দুঃখ-কষ্ট হয়ত লাঘব হবে। তবে চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ রাত থেকে আবারও গাজায় বর্বরতা ও হত্যাযজ্ঞ শুরু করে দখলদাররা। ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইসরায়েলিরা নতুন করে আরও ১ হাজার ৮২৭ জনকে হত্যা করেছে। এই সময়ে গাজায় তাদের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ