মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

২৩ এপ্রিল গণমিছিল সফল করুন: লন্ডনে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের এক মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বো কমন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রশিদ আহমদ, ক্বারী মাওলানা বেলাল আহমদ, মিডল্যান্ড শাখার সভাপতি হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা হোসাইন আহমদ, লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহবাবুর রহমান এবং নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ভারত বিতর্কিত ওয়াকফ আইনের মাধ্যমে ভারতের মুসলমানদের মসজিদ ,মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠানে উপর অনৈতিক হস্তক্ষেপ করে সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে অনেক মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গার শুরু করেছে। ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর জুলুম ও নির্যাতন করছে। একজন মুসলিম হিসেবে আমরা চুপ থাকতে পারিনা। আগামী ২৩ এপ্রিল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস আহুত গণ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। 

তারা আগামী ২৩ এপ্রিল, বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস আহুত ভারতীয় দূতাবাস অভিমুখে গণ-মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিকে সফল করতে সবাইকে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান। সেইসঙ্গে ঢাকা সহ সারাদেশের সর্বস্তরের জনসাধারণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ