মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

পাকিস্তানে গাজার সমর্থনে জমিয়ত ও জামায়াতের জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ানো এবং অভিশপ্ত ও বর্বর ইসরায়েলের বিরোধিতায় পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম এবং পাকিস্তান জামায়াতে ইসলামীর মধ্যে নতুন একটি জোট হয়েছে। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘মজলিসে ইত্তেহাদে উম্মত’।

এই দুই দল ঘোষণা করেছে যে, তারা ২৭ এপ্রিল লাহোরের মিনার-ই-পাকিস্তানে একটি বড় জনসভার আয়োজন করবে। জমিয়তের প্রধান মাওলানা ফজলুর রহমান এবং জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈমুর রহমান লাহোরে সোমবার (২১ এপ্রিল) এক যৌথ প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন।

মাওলানা ফজলুর রহমান বলেছেন, ২৭ এপ্রিল মিনার-ই-পাকিস্তানে মহাসমাবেশ হবে। দেশজুড়ে জনসচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালানো হবে। তারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সঙ্গে সংলাপের দরজা বন্ধ করতে চান না।

হাফেজ নাঈমুর রহমান বলেছেন, আমরা ২৬তম সাংবিধানিক সংশোধনী প্রত্যাখ্যান করেছি। আমরা দ্রুত নির্বাচন চাই না বরং ‘ফর্ম ৪৫’-এর ভিত্তিতে সঠিক ফলাফল চাই। তিনি জানান, রাজনৈতিক সংগ্রাম প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে চালিয়ে যাবে।

প্রেস কনফারেন্সের আগে দুই দলের নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জে ইউ আই থেকে মাওলানা আমজাদ খান ও রাশিদ সোমরো এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লিয়াকত বালুচ, মাওলানা জাভেদ কাসুরি ও আমীরুল আজিম উপস্থিত ছিলেন।

সূত্র: রোজনামায়ে জং

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ