মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

কাশ্মীরিদের শত্রু হিসেবে না দেখার আহ্বান মুখ্যমন্ত্রী আব্দুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং কাশ্মীরিদের প্রতি বিদ্বেষ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। হামলায় নিহত ২৫ জন পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, “তাঁরা এখানে অবকাশ যাপন করতে এসেছিলেন, কিন্তু আমাদের মাটিতে এমন মর্মান্তিক ঘটনার শিকার হলেন।”

আব্দুল্লাহ ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বলেন, “কাশ্মীরের মানুষ এই হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে। এই হামলা আমাদের জন্য ছিল না। আমরা এটাতে জড়িত নই।”

তিনি আরও বলেন, “অনুগ্রহ করে কাশ্মীরিদের শত্রু মনে করবেন না। আমরা এই ঘটনার জন্য দায়ী নই। গত ৩৫ বছর ধরে আমরাও অনেক কষ্ট ভোগ করেছি।”

মুখ্যমন্ত্রী কাশ্মীরের সেই সাহসী বাসিন্দার ভূয়সী প্রশংসা করেন, যিনি জীবন উৎসর্গ করে অন্যদের রক্ষা করেছেন। একইসঙ্গে তিনি ধন্যবাদ জানান সাধারণ মানুষদের, যারা হামলার পর রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাটিকে নিন্দা করেছেন।

আব্দুল্লাহর এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন কাশ্মীরের সাধারণ মানুষ হামলার দায়ে বারবার সন্দেহের চোখে পড়ছেন এবং আস্থার সংকটে ভুগছেন। মুখ্যমন্ত্রীর এই আহ্বান কাশ্মীর ও বাকি ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ