শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

গাজার শিশুরা এখন গল্প শোনে না, শোনে যুদ্ধ আর ক্ষুধার আর্তনাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA-এর প্রধান জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েল “মানবসৃষ্ট” ও “রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অনাহার” চাপিয়ে দিচ্ছে। এদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় সাহায্যের মজুত সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।

জাতিসংঘের খাদ্য অধিকারের বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেন, “ইসরায়েল গত ৫০ দিনের বেশি সময় ধরে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে এবং কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই এই অনাহারের অভিযানে লিপ্ত রয়েছে।”

মেডিকেল সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা জুড়ে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন, এবং প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত ১৮ মাসে এখন পর্যন্ত অন্তত ৫১,৪৩৯ জন ফিলিস্তিনির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ১,১৭,৪১৬ জন।

গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস মৃত্যুর নতুন হিসাব দিয়ে জানিয়েছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি মানুষকে অপহরণ করে নেওয়া হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ