রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আজ শনিবার গাজা সিটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এ ছাড়া ৩০ জনেরও বেশি মানুষ একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ খবর জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আমাদের কর্মীরা ভোরবেলা সাবরা পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি হামলার পর চারজন শহীদ এবং পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে।’ 

বাসাল বলেছেন, ‘৩০ জনেরও বেশি মানুষ বাড়ির ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ এ হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি, যারা এক মাসেরও বেশি সময় আগে গাজা উপত্যকাজুড়ে হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করেছিল।

শুক্রবার হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরায়েলি অভিযানে কমপক্ষে ২ হাজার ০৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে এই অঞ্চলে মোট যুদ্ধে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২১৮ জন ইসরায়েলি নিহত হয়।

যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৫১ জনকে অপহরণ করে নিয়ে যায় হামাস। যাদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় আটক রয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, এর মধ্যে ৩৪ জন জিম্মি নিহত হয়েছেন।

সূত্র : আলআরাবিয়া 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ