মুহাম্মাদ শোয়াইব
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে, পাহালগাম এলাকার বাইসারান ও আশপাশের বনভূমিতে ভারতীয় বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান আজ পঞ্চম দিনের মতো চলমান রয়েছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্যানুসারে, এই অভিযান পরিচালনায় ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশ মিলিয়ে কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করছে।পাশাপাশি, ভারতীয় বিমান বাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার নিরবচ্ছিন্নভাবে আকাশপথে নজরদারি চালিয়ে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া এই অভিযানটি কাশ্মীর উপত্যকায় এ পর্যন্ত পরিচালিত বৃহত্তম স্থল ও আকাশভিত্তিক তল্লাশি অভিযান।বাইসারান বনভূমি ও তার আশপাশের এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে এবং ঘরে ঘরে তল্লাশি চলছে। অভিযানে বিশেষ অ্যাকশন টিম ও প্যারা কমান্ডোদেরও মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক পাহালগাম হামলার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে, এবং সম্ভাব্য বিদ্রোহীদের খোঁজে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এনএইচ/