রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরাইলি ড্রোন এবং পরে যুদ্ধবিমান দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলের আল-হাদাথ এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আল-মানার টিভি জানায়, হামলার আগে দখলদার ইসরাইলি বাহিনী আল-হাদাথ অঞ্চলের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক উচ্ছেদ নির্দেশনা জারি করে। এরপর একটি ইসরাইলি ড্রোন ওই এলাকায় প্রাথমিক হামলা চালায়।

পরে ইসরাইলি ড্রোন আরও কয়েকবার হামলা চালায় এবং হাদাথ অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানে তৃতীয় হামলা পরিচালনা করে।

আল-মানার জানায়, উচ্ছেদের নির্দেশনা দেওয়া অঞ্চলটি মূলত একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে কোনো সামরিক স্থাপনা নেই। 

ইসরাইলের এই হামলা এমন সময়ে ঘটল, যখন হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে বলবৎ রয়েছে। 

চুক্তিটি গত নভেম্বর থেকে কার্যকর হলেও ইসরাইল এর মধ্যে কয়েক হাজারবার সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে হিজবুল্লাহর।

বিষয়টি অনেকাংশে স্বীকার করে টাইমস অব ইসরাইল জানিয়েছে, আজকের এই হামলা ছিল অস্ত্রবিরতির পর থেকে বৈরুতে ইসরাইলি বাহিনীর তৃতীয় বিমান হামলা।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল দাবি করছে, তারা হিজবুল্লাহর একটি অস্ত্রগুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

তবে হিজবুল্লাহ এই দাবি সরাসরি নাকচ করে জানিয়েছে, ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তবে এ হামলায় এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: মেহের নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ