রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দুই দেশের মধ্যে একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে সই করেছেন। এই অংশীদারিত্বের অংশ হিসেবে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

চুক্তিটি প্রায় ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের, যার আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও সেবা পাবে। বিবিসির খবরে বলা হয়েছে, এই চুক্তি যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কে একটি নতুন অধ্যায় সূচনা করবে।

এই সমঝোতার আওতায় রয়েছে—জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক স্মারক, ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগ্রহপত্র, মহাকাশ গবেষণা ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারকচুক্তি।

চুক্তি স্বাক্ষরের সময় অনুষ্ঠানে করতালিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজকে ‘বন্ধু’ বলে অভিহিত করেন এবং বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, আমরা পরস্পরকে খুবই পছন্দ করি।”

উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরের সূচনাতেই ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছান। এটি তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ