রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সিরিয়াকে আহ্বান ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে ট্রাম্প সিরিয়াকে ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য ‘আব্রাহাম চুক্তিতে’ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৪ মে) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা প্রায় ৩৩ মিনিট ধরে চলেছিল। বৈঠকটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে গতকাল ট্রাম্পের সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাও।

এটি সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২৫ বছর পর প্রথম প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক, যা ঐতিহাসিক হিসেবে বিবেচিত হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদক ইমরান খান জানিয়েছেন, বৈঠকে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেন পুনরায় ফিরে আসতে না পারে, সেজন্য তারা সহায়তা প্রদান করুক।

এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট সারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও রাসায়নিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অনুসরণ করছে সিরিয়া। এছাড়া, ট্রাম্প সারাকে ফিলিস্তিনি যোদ্ধাদের সিরিয়া থেকে বের করে দিতে এবং সব বিদেশি ‘সন্ত্রাসী’দের নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

এই সফরের পর, সৌদি আরব থেকে দেশে ফিরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের সৌদি সফরে তিনি ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছেন, আরব নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং একটি বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ট্রাম্পের পরবর্তী গন্তব্য কাতার।

সূত্র: আলজাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ