সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

আজও ইসরায়েলি হামলায় শেষ ৮০ ফিলিস্তিনির জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ বুধবার (১৩ মে) ভোর থেকে ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে।

গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। এতে করে সেখানকার মানুষ অনাহারে জীবনযাপন করছেন। কিন্তু দখলদাররা তাদের হামলা বন্ধ রাখেনি। এতে করে নিমিষে ক্ষুধার্থ ক্লান্ত এসব মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুধুমাত্র আজকে ৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়ে বলেছে, “আজ ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় শহীদের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। যারমধ্যে উপত্যকার উত্তরাঞ্চলের ৫৯ জন রয়েছেন।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জেমস বেইস কাতারের রাজধানী দোহা থেকে জানিয়েছেন, হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এ সাংবাদিক বলেছেন, তিনি দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফকে জিজ্ঞেস করেছিলেন যুদ্ধবিরতির আলোচনা কেমন চলছে। জবাবে তিনি জানান, এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে ঠিক কতটা অগ্রগতি হয়েছে সেটি স্পষ্ট করেন তিনি।

স্টিভ উইটকোফ কাতারের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালাচ্ছেন। তিনি তার সঙ্গে কয়েকজন ইসরায়েলি জিম্মির আত্মীয়কে নিয়ে গেছেন। যারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্র গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা চালালেও যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন তিনি যুদ্ধ থামাবেন না। তার এসব বক্তব্যের কারণে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কঠিন হয়ে পড়েছে।

সূত্র: এএফপি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ