রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন হলে সেটি প্রহসনের হবে : বুলবুল

ভারতে অ্যাপলের কারখানা চান না ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান না অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক। ভারতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে অ্যাপল, যাতে ট্রাম্প খুবই বিরক্ত হয়েছেন। এ ব্যাপারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককেও কথা শুনিয়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) দোহায় আয়োজিত এক ব্যবসায়িক সম্মেলনে এসব কথা জানান ট্রাম্প।

সিএনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি চান না অ্যাপল ভারতে কারখানা বিস্তার করুক। বরং তা যুক্তরাষ্ট্রে করার পরামর্শ দিয়েছেন তিনি।

ট্রাম্প জানান, টিম কুকের সাথে তাঁর একটু সমস্যা হয়েছে। তিনি বলেন, ‘আমি কুককে বলেছি, বন্ধু আমি তোমার সাথে ভালো ব্যবহার করি। তুমি ৫০০ বিলিয়ন ডলার নিয়ে এসেছো। কিন্তু শুনেছি ভারতে কারখানা গড়ছো। আমি চাই না ভারতে তুমি কারখানা গড়ো।’

কুকের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘কুক, দেখো আমরা তোমার সাথে ভালো আচরণ করি। চীনে তুমি কারখানা গড়েছো। ভারতে তুমি এটা কর তা আমি চাই না। ভারত নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারে। আমরা চাই তুমি যুক্তরাষ্ট্রেই করো।’

ট্রাম্প আরও বলেন, ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।

অ্যাপল দীর্ঘ সময় চীনের সাথে কাজ করেছে। তবে চীন ছাড়াও আরও কয়েকটি দেশ সন্ধান করছিল অ্যাপল। যার শীর্ষে ছিল ভারত। সাথে আছে ভিয়েতনামও। যুক্তরাষ্ট্রেও অ্যাপলের কারখানা আছে। ক্যালিফোর্নিয়াতে আছে। টেক্সাসেও কারখানা চালুর ঘোষণা দেওয়া হয়েছিল।

তবে ভারতকেই সামনে রেখে ছক কষেছিলেন টিম কুক। যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ উৎসই ভারত হবে বলে জানিয়েও ছিলেন তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ