রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

সৌদি-ইসরায়েলের সম্পর্ক ঠেকাতে গাজায় ঝরল ৫৩ হাজার প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপন ঠেকাতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। 

গাজা থেকে হামাসের বৈঠকের কিছু নথি উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনারা। সেগুলোর বরাতে শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যমটি বলেছে, হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার সৌদি-ইসরায়েলের সম্পর্ক স্থাপন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ দখলদারদের সঙ্গে সৌদি সম্পর্ক গড়লে তাদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার যে সম্ভাবনা আছে সেটি আড়ালে পড়ে যাবে বলে ধারণা করেছিলেন তিনি।

আইডিএফের পাওয়া একটি নথিতে সিনওয়ারের বক্তব্য ছিল এমন— “কোনো সন্দেহ নেই সৌদি-ইহুদিবাদীদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কাজ খুব দ্রুত এগোচ্ছে। আর এ ধরনের কোনো চুক্তি হলে আরব ও ইসলামিক বিশ্বের অন্যান্য দেশ সৌদির পথ অবলম্বন করবে।”

দখলদার ইসরায়েলে হামাসের হামলার কয়েক মাস আগে সৌদি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সব দেশই বলছিল তাদের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে সেগুলো ‘সরু’ হয়ে আসছে। অর্থাৎ ইসরায়েল ও সৌদি সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে ছিল।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হামাস ইসরায়েলে হামলা চালায়। তবে এই স্বপ্নের জন্য গাজায় এখন পর্যন্ত ঝরেছে প্রায় ৫৩ হাজার প্রাণ। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

অপর একটি নথিতে পাওয়া গেছে, হামাস পশ্চিমতীরেও ইসরায়েলের বিরুদ্ধে হামলা বাড়ানোর ব্যাপারে আলোচনা করেছিল। যেন তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়টি ধামাচাপা না পড়ে যায়।

হামাস অবশ্য তাদের এই প্রচেষ্টায় সফল হয়েছে। যুদ্ধের ৫০০ তম দিনের মাথায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন, যতদিন গাজায় যুদ্ধ বন্ধ না হচ্ছে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু না হচ্ছে ততদিন দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপনের কাগজে তিনি স্বাক্ষর করবেন না।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ