গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন ৫২ ফিলিস্তিনি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান আবারও রক্তাক্ত শনিবার উপহার দিয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার তথ্যমতে, ২৫ মে শনিবার ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়, গাজার বিভিন্ন অংশে চালানো হামলায় অসংখ্য আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবারের হামলাগুলো ছিল কেন্দ্রীয় গাজা, খান ইউনুস এবং দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় সবচেয়ে ভয়াবহ। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারী রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়।
স্থানীয় হাসপাতালগুলো ইতোমধ্যেই ধারণক্ষমতার বাইরে চলে গেছে। চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং বিদ্যুতের অভাবে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সহায়তা না এলে মৃত্যু আরও বাড়তে পারে।
ইসরায়েলি বাহিনী হামলার বিষয়ে এখনো বিস্তারিত বিবৃতি না দিলেও দাবি করেছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে “নির্বাচিত হামলা” চালাচ্ছে। তবে বাস্তবে এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক জনগণ, যার প্রমাণ শনিবারের ৫২ জন প্রাণহানি।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইতোমধ্যে গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা জানিয়েছে। টানা কয়েক মাসের সংঘাতে মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের চরম সংকটে পড়েছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি।
এনএইচ/