বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানি থামছে না। সর্বশেষ বিমান হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ৪০০ ছাড়িয়েছে।

রোববার (৬ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিনভর ইসরায়েলের বর্বর বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় নারী-শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত হন। স্থানীয় সূত্র ও চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে জানানো হয়, হতাহতদের মধ্যে একই পরিবারের অনেক সদস্য রয়েছেন।

এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এসব বাড়িতে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় অন্তত ২৫ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

এ ছাড়া ওয়াদি গাজার দক্ষিণে এক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৪ জন নিহত ও ২৫ জন আহত হন বলে জানিয়েছে আল-আউদা হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে গাজা শহর ও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

চিকিৎসাকর্মীরা জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ