শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

টানা দুই বছর ইসরায়েলে হামলা চালানোর শক্তি আছে ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান প্রয়োজনে টানা দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলা চালাতে পারবে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ঊর্ধ্বতন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।

সোমবার (৭ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী এখন চূড়ান্ত প্রস্তুতির অবস্থানে রয়েছে। তার ভাষায়, "আমাদের যে সব ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে, তার বেশিরভাগ এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।"

তিনি আরও বলেন, “যদি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তারপরও টানা দুই বছর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরও আমাদের মজুদ শেষ হবে না।”

একই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভিও বলেন, “ইহুদিবাদীরা জানে আমাদের অনেক সামরিক শক্তি — যেমন কুদস ফোর্স ও নৌবাহিনী — এখনও যুদ্ধের ময়দানে নামেনি। এমনকি ইরানের সেনাবাহিনীও পুরোপুরি সক্রিয় হয়নি।”

তিনি জানান, “আমরা ইতোমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছি এবং সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে।”

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় আচমকা বিমান হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯৩৫ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হন।

জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলকে পাল্টা আঘাত করে। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এতে অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ