বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে পৌঁছেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনরায় শক্তিশালী করতেই তেহরান তাদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধির দিকে নজর দিচ্ছে।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা অবকাঠামো দ্রুত পুনর্গঠন করতে চায় ইরান। এ লক্ষ্যেই তারা চীন থেকে ভূমি-আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে।

একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত ২৪ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। আরেক আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ইরানের এই প্রতিরক্ষা জোরদার কার্যক্রম সম্পর্কে অবগত এবং বিষয়টি হোয়াইট হাউসকেও জানানো হয়েছে।

তবে ইরান কতটি ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ ব্যবস্থা সংগ্রহ করেছে, তা নিশ্চিত করেননি ওই গোয়েন্দা কর্মকর্তারা। জানা গেছে, ইরান এই অস্ত্রের মূল্য তেল দিয়ে পরিশোধ করছে। চীন বর্তমানে ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক। মার্কিন প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ইরানের প্রায় ৯০ শতাংশ জ্বালানি চীনেই রপ্তানি হয়েছে।

মিডল ইস্ট আই বলেছে, চীন ও ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক ক্রমাগত জোরদার হচ্ছে, আর এই ক্ষেপণাস্ত্র সরবরাহ সেই সম্পর্কেরই ইঙ্গিত দেয়।

এদিকে আলজাজিরা জানিয়েছে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে বলেন, তিনি বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ সহজেই আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে পারস্পরিক আস্থার সংকট এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পডকাস্টার টাকার কার্লসন ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেন। এতে পেজেশকিয়ান বলেন, “আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও বিরোধ আলোচনা ও সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।” তিনি মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমরা ইরানের সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করেছি, তারা আলোচনা করতে চায়।” সোমবার স্থানীয় সময় হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ