শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেলা–উপজেলায় আন্দোলন জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ খেলাফত মজলিসের খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

গাজায় ভবন ধসে ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ভয়াবহ বিস্ফোরণে একটি ভবন ধসে পড়ে ইসরায়েলি সেনাদের ওপর। এতে একজন সেনা নিহত হন এবং কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিকের অবস্থা আশঙ্কাজনক। — খবর শাফাক নিউজ।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই এলাকাটি গোলাগুলির মুখে পড়ে। ঘটনাস্থল থেকে আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করে সেনাবাহিনী।

এই হামলা চলমান গাজা যুদ্ধের সহিংসতা আরও তীব্র করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহারনোথ জানিয়েছে, গত জুন মাস ছিল চলতি বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সময়। ওই মাসে মোট ২০ জন ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হন, যার মধ্যে ১৫ জন মারা যান গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে যুদ্ধাবস্থার মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনা প্রসঙ্গে এক বিবৃতিতে জানায়, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী।

ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, এক থেকে দুই সপ্তাহের মধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে।

তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভির এ আলোচনা থেকে সরে এসে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সা'আর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে বলেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি টেকসই সমঝোতায় পৌঁছাতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ