শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পদক্ষেপকে স্বাগত জানালো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষণাকে "ঐতিহাসিক পদক্ষেপ" আখ্যা দিয়ে বলেন, এটি ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনকে সুসংহত করবে।

বিবৃতিতে সৌদি সরকার ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ফ্রান্সের সমর্থনকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করে। একই সঙ্গে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে অন্যান্য দেশগুলোর সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানায় রিয়াদ।

সৌদি আরব এক্ষেত্রে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও বিবৃতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া রাষ্ট্রগুলোর প্রতি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম X-এ এক বার্তায় জানান, ফ্রান্স সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তিনি গাজায় চলমান সংঘাত বন্ধ, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হতে হবে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, যেটি অস্ত্রচ্যুত থাকবে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেবে—যাতে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারে।”

ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছে এক চিঠিতে ম্যাক্রোঁ শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা ও প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি বলেন, “বিশ্বাস, স্বচ্ছতা ও প্রতিশ্রুতি—এই তিনটি মাধ্যমে আমরা শান্তি অর্জন করব।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ