বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

আ‘ফ‘গা‘ন নেতাদের সঙ্গে আল-ইসার বৈঠক, শরিয়া লঙ্ঘন রীতিতে সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম বিশ্ব লীগ (MWL)-এর মহাসচিব এবং মুসলিম স্কলারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ড. মুহাম্মদ বিন আব্দুল করিম আল-ইসা সম্প্রতি কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি এবং স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর প্রাসাদে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামী সংহতি, ন্যায়বিচার ও মানবাধিকারের রক্ষাসহ ইসলামি মূল্যবোধ সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়। শেখ আল-ইসা বলেন, কুরআন, সহীহ সুন্নাহ ও নবীজির (সা.) জীবনীতে থাকা সহনশীলতা, সংযম এবং দয়ার মর্মবাণীকে মুসলিম সমাজে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমাদের সমসাময়িক প্রেক্ষাপটে শরিয়াভিত্তিক বিভিন্ন ইস্যুতে বিভ্রান্তিকর ব্যাখ্যা ইসলামি ঐক্যের পথে বড় অন্তরায়। এ প্রসঙ্গে তিনি “মক্কা দলিল” এবং “ইসলামিক চিন্তাধারার মধ্যে সেতুবন্ধন দলিল”-এর গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি মুসলিম বিশ্ব লিগের অন্তর্গত ইসলামিক ফিকাহ একাডেমির ভূমিকার প্রশংসা করেন, যা প্রাচীনতম ও প্রভাবশালী একটি গবেষণা সংস্থা হিসেবে বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পেয়েছে।

বৈঠকে আলোচনায় উঠে আসে এমন কিছু রীতি ও ঐতিহ্য যেগুলো শরিয়া আইনের পরিপন্থী এবং কিছু মুসলিম সমাজে প্রচলিত রয়েছে। এসব রীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেইসঙ্গে যেসব চক্র অজ্ঞতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

পরবর্তীতে চাহার শান্নার প্রাসাদে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠকে সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং ইসলামী ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উভয় নেতা একমত হন যে, মুসলিম উম্মাহর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন ইসলামের ভাবমূর্তির জন্য বড় হুমকি। তারা বলেন, ইজতিহাদের মত ইস্যুতে মতপার্থক্য থাকলেও ইসলামের বৃহত্তর স্বার্থের ব্যাপারে ঐক্য অটুট রাখা আবশ্যক।

শেখ আল-ইসা আফগান সরকারের সন্ত্রাসবিরোধী পদক্ষেপ ও শরিয়া বিরোধী রীতিনীতির বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ইসলাম শান্তি, সহনশীলতা ও ন্যায়ের ধর্ম—এ বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে সবাইকে দায়িত্ব নিতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ