বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মুসলিম ওয়ার্ল্ড লিগ প্রধানের সঙ্গে আফগান মন্ত্রীদের বৈঠক: ইসলামী ঐক্য আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব এবং মুসলিম স্কলারস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ড. মোহাম্মদ আল-ইসা সম্প্রতি কাবুল সফর করেছেন। সফরকালে তিনি আফগান সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, যেখানে ইসলামী সংহতি জোরদার, চরমপন্থার বিরুদ্ধে লড়াই এবং ইসলামের প্রকৃত ও শান্তিপূর্ণ ভাবমূর্তি প্রচার নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ড. আল-ইসা কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী মূল্যবোধ প্রসঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে ইসলামি নীতির প্রভাব, সহনশীলতা, প্রজ্ঞা ও গঠনমূলক সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বৈঠকে মক্কা ঘোষণাপত্র ও মুসলিম ওয়ার্ল্ড লীগের নেতৃত্বে পরিচালিত ‘ইসলামী চিন্তার মধ্যে সেতুবন্ধন’ বিষয়ক নথির মূল বার্তাও তুলে ধরা হয়। এসব বার্তায় আন্তঃধর্মীয় ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. আল-ইসা ইসলামিক ফিকহ কাউন্সিলের ভূমিকাও উল্লেখ করেন, যা মুসলিম বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ পণ্ডিত প্রতিষ্ঠান। এই কাউন্সিল বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় আলেম ও মুফতিদের ঐক্যবদ্ধ করে ইসলামি চিন্তাধারায় সঠিক দিকনির্দেশনা প্রদান করছে।

বৈঠকে আরও আলোচনা হয়—কিভাবে কিছু সম্প্রদায়ের মধ্যে ইসলামি শিক্ষার পরিপন্থী সাংস্কৃতিক রীতিনীতির প্রভাব মোকাবিলা করা যায়। এই প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধিতে জ্ঞান ও সম্মানজনক আলোচনা কৌশল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরবর্তীতে ড. আল-ইসা আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গেও শাহারসিনার প্রাসাদে বৈঠক করেন। তারা আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনা করেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, চরমপন্থা দমনে ঐক্যবদ্ধ ভূমিকা এবং ইসলামের ভাবমূর্তি রক্ষায় সম্মিলিত প্রয়াসের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ