বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

জিম্মিদের মুক্তিতে ‘বিকল্প ব্যবস্থা’ বিবেচনায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় হামাসের শাসনের অবসানে ‘বিকল্প ব্যবস্থা বিবেচনা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে প্রতিনিধি দল প্রত্যাহারের পর শুক্রবার (২৬ জুলাই) বিষয়টি এক্স (পূর্বে টুইটার)-এ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, “যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সঠিকই বলেছেনহামাসই চুক্তির পথে মূল বাধা। তারা জিম্মিদের মুক্তিতে আন্তরিক নয়।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে একযোগে কাজ করছি, যাতে জিম্মিদের ফিরিয়ে আনা যায় এবং হামাসের সন্ত্রাসী শাসনের অবসান ঘটিয়ে ইসরায়েল ও গোটা অঞ্চলে স্থায়ী শান্তি নিশ্চিত করা যায়। সে লক্ষ্যে বিকল্প ব্যবস্থাও বিবেচনায় আছে।”

সম্প্রতি যুদ্ধবিরতির বিষয়ে হামাসের দেওয়া প্রতিক্রিয়া প্রত্যাশিত না হওয়ায় আলোচনা থেকে প্রতিনিধি দল প্রত্যাহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, “হামাসের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, তারা যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিক নয়।”

তবে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, প্রতিনিধিদের প্রত্যাহার কোনো সংকটের ইঙ্গিত নয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে—তারা এখনো যুদ্ধবিরতির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: সিএনএন

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ