রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭


ইসরাইলি নাগরিকের কান ছিঁড়ে দিলেন এক সিরীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রিসের একটি সৈকতে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে দিয়েছেন এক সিরীয় নাগরিক। ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান নিজেই এ তথ্য জানিয়েছেন।

ঘটনাটি ঘটে অ্যাথেন্সের বলিভার বিচে। স্টাভ জানান, তিনি ও তার স্ত্রী সেখানে আরেক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি তাদের ভিডিও করতে শুরু করেন এবং স্লোগান দেন—“ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস”।

পরে ওই ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করে তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন বলে দাবি করেন স্টাভ।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, ঘটনার পর উল্টো স্টাভকেই গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ, কারণ তিনি ওই সিরীয়কে নিয়ে বর্ণবাদমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বর্তমানে তিনি গ্রিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ