ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ দফায় নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার গোষ্ঠীটির সামরিক শাখা এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ইসরায়েলের ওপর নতুন নৌ অবরোধ জারি করছি। এই সময় লোহিত সাগর হয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যেকোনো বাণিজ্যিক জাহাজ আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে। জাহাজটি কোন দেশের, কিংবা কোন কোম্পানির— তা বিবেচনায় নেওয়া হবে না।”
হুথিরা আরও সতর্ক করে বলেছে, “বিশ্বের সব জাহাজ কোম্পানির প্রতি আমাদের আহ্বান— এই বিবৃতি প্রকাশের পরপরই ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক চুক্তি ও কার্যক্রম স্থগিত করুন। তা না হলে, যেকোনো জায়গায় ও সময় আপনারা আমাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হতে পারেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা বিশ্বের সব দেশকে আহ্বান জানাচ্ছি, এই অবরোধ এড়াতে হলে গাজায় ইসরায়েলের আগ্রাসন ও দখল বন্ধে চাপ দিন। গাজায় যে বর্বরতা চলছে, তা কোনো বিবেকবান মানুষের জন্য গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামলা চালায়, যাতে ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই ঘটনার পর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনো চলমান। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি।
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে হুথি গোষ্ঠী প্রথমবারের মতো লোহিত সাগরে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএইচ/