শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে: জার্মানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের অবরোধকে দায়ী করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন, ইসরায়েলের কার্যত অবরোধের কারণে গাজা উপত্যকায় দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে এবং এতে বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে।

সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিন সফর শেষে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চল্যান্ডফাঙ্ক-এ দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অনেক দিন ধরেই দেখে আসছি যে ইসরায়েলের কার্যত অবরোধ গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করছে, মানুষ মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে এবং পানি ছাড়া দিন কাটাচ্ছে।”

তিনি জানান, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেছেন যে, গাজার মানবিক পরিস্থিতির ‘মৌলিক পরিবর্তন’ প্রয়োজন। আমি আশা করি, আমার বার্তা তারা শুনেছে। আমার মনে হয়েছে, তারা বুঝেছে।

ভাডেফুল সতর্ক করে বলেন, গাজায় ইসরায়েলের চলমান পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ার ফলে দেশটি আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইসরায়েল যেন এমন অবস্থায় না পড়ে, তা নিশ্চিত করতে চায় জার্মানি। আমরা চাই ইসরায়েল এই কঠিন সিদ্ধান্তের পথে সঠিক সহায়তা ও পরামর্শ পাক।”

তিনি স্বীকার করেন, জার্মানি এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। এটাও আমাদের স্বীকার করতে হবে। তবে তিনি সতর্ক করে বলেন, গাজার মানবিক বিপর্যয় অনেক দেশকে একপাক্ষিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে উৎসাহিত করছে। এতে ইসরায়েলের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

তার ভাষায়, “এটা আমাদের উদ্বিগ্ন করে এবং এটি ইসরায়েলকেও উদ্বিগ্ন করা উচিত। আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করছি, যেন ইসরায়েল আগের চেয়ে ভালো অবস্থানে থাকতে পারে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ