বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
পাক সেনাবাহিনীকে দায়িত্বশীল ও পরিমিত ভাষা ব্যবহারের আহ্বান জানাল আফগানিস্তান ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অবরোধ ও অনাহারে শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডাসহ মোট ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় ভোগান্তি’ ও ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও দুর্ভিক্ষ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার নিহতদের মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া মানুষ। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণপ্রার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। প্রত্যক্ষদর্শী সাইয়্যেদ বলেন, “চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল, কিন্তু কিছু করার সুযোগ ছিল না।”

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল জানান, “হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম। চারদিকে গুলি চলছিল। শুধু বাচ্চাদের জন্য খাবার আনতেই এসেছিলাম, খাবার-পানি থাকলে আসতাম না।”

গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৮ জনে। যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যু হয়েছে ২২৭ জনের, যার মধ্যে রয়েছে শতাধিক শিশু।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ