শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

গাজায় গণহত্যা বন্ধে ধর্মীয় নেতাদের উঠে দাঁড়ানোর আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের গণহত্যার মুখে গাজার জন্য ধর্মীয় নেতাদের শুধু প্রচারে সীমাবদ্ধ না থেকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মুসলিম ওয়ার্ল্ড লীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় নেতাদের এক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সংঘাত নিরসনে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে ইসলাম, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মসহ বিশ্বের বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন। তারা সহিংসতা প্রতিরোধ, ধর্মীয় কূটনীতি, গাজায় চলমান গণহত্যা এবং শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের দায়িত্ব নিয়ে মতবিনিময় করেন।

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব আল-ইসা উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই সম্মেলন ধর্মীয় নেতাদের তাদের নিজ নিজ ধর্মের মূল্যবোধের প্রতি দায়িত্বশীল হতে স্মরণ করিয়ে দিচ্ছে। সেই মূল্যবোধ বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “আজ গাজা উপত্যকায় যে গণহত্যা ও দুর্ভিক্ষ চলছে, তা মানবাধিকারের নীতির জন্য একটি ভয়াবহ নজির। জাতিসংঘের সার্বজনীন সনদ ঘোষণার পর থেকে বিশ্ব এমন পরিস্থিতি আর দেখেনি। দুঃখজনক হলেও সত্য, এটি আন্তর্জাতিক অঙ্গীকারের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।”

আরব নিউজ জানায়, আল-ইসা শুধু প্রচারে সীমাবদ্ধ না থেকে ধর্মীয় নেতাদের সক্রিয়ভাবে শান্তি গঠনে এগিয়ে আসতে এবং অনুসারীদের মানবিক মর্যাদা রক্ষার প্রতিশ্রুতির দিকে পরিচালিত করতে আহ্বান জানান।

সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বলেন, “প্রতিদিন শিশুদের হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, মানুষ বোমার নিচে মারা যাচ্ছে। এই পৃথিবীতে কী ঘটছে? আমাদের নৈতিক মূল্যবোধ ও বিশ্বাস রক্ষার কণ্ঠস্বর কোথায়? ধর্মীয় নেতাদের এখন আরও দৃঢ় অবস্থান নিতে হবে।”

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসী যুদ্ধে গাজায় কমপক্ষে ৬২ হাজার ৮৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ আহত হয়ে চিকিৎসা না পেয়ে ও খাদ্যের অভাবে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।

দখলদার ইসরায়েল গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস করেছে এবং চিকিৎসা সহায়তা বন্ধ করে দিয়েছে। ইচ্ছাকৃতভাবে খাদ্য অবরোধ করায় অঞ্চলটিতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

উল্লেখ্য, সম্মেলনে ৫৪টি দেশের প্রায় ১৫০ জন বিদেশি ধর্মীয় প্রতিনিধি এবং মোট প্রায় ১,৫০০ জন অতিথি অংশগ্রহণ করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ