শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

আস-সুন্নাহর প্রশিক্ষণে আপ্লুত হজযাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকায় হজযাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল আলোচিত সেবা সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন। এতে প্রায় এক হাজার হজযাত্রী প্রশিক্ষণ নেন। আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিজ্ঞজনেরা প্রশিক্ষণ দেন। এতে হজযাত্রীরা বেশ আপ্লুত হন। 

শনিবার (৩ মে) আস-সুন্নাহর ফেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়-

আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ সহজ, সুন্দর ও মাবরুর হয়ে উঠুক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫।
 
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছিলেন প্রায় এক হাজার হজযাত্রী। দুই সহস্রাধিক আবেদনকারীর ভেতর থেকে বাছাই করে, যারা শুধু এ বছরই হজের জন্য নিবন্ধন করেছেন, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। 

আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে নিবন্ধনকারী সবাইকে সুযোগ দেওয়া যায়নি। অল্প সময়ে আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে আবেদন প্রক্রিয়াও বন্ধ করে দিতে আমরা বাধ্য হই। 

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিচালিত দিনব্যাপী এই কর্মশালায় প্রায় চারশ স্লাইডে উমরাহর ধারাবাহিক বর্ণনা ও মাসায়েল এবং হজের ধারাবিহক বর্ণনা সম্পর্কে প্রেজেন্টেশন দেন শায়খ আহমাদুল্লাহ।

মদিনা জিয়ারত বিষয়ে প্রেজেন্টেশন দেন জনপ্রিয় আলোচক ও খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এছাড়া সহজ হজের প্রস্তুতি বিষয়ে প্রেজেন্টেশন দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ।
দিনব্যাপী এ কর্মশালায় উপস্থিত কাবার পথের যাত্রীগণ এতটাই প্রাণবন্ত ছিলেন, তাদের উদ্দীপনা বারবার এই ধরনের কর্মশালার আয়োজন করতে আমাদেরকে অনুপ্রাণিত করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ