শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

চুলের জন্য ক্ষতিকর  ৫ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবেদনে জানতে পাবেন ঐসব খাদ্যের কথা, যেগুলো খেলে চুলের ক্ষতি তো হবেই সেইসঙ্গে বেড়ে যাবে চুল পড়া। চলুন তাহলে জেনে নেওয়া যাক সে খাবার গুলো কী কী।

১. পরিশোধিত চিনি

দৈনন্দিন খাবারে পরিশোধিত চিনি হলো এমন ক্ষতিকর খাদ্য যা আমাদের অনেকেরি অজানা। এটি কেবল স্বাস্থ্যের বিভিন্ন সমস্যারই সৃষ্টি করে না, আমাদের চুলেরও ক্ষতি করে। এর কারণ, চিনি খাওয়ার ফলে রক্ত ​​সঞ্চালন ব্যাহত হয়। এর প্রবাহকে চুলে প্রভাবিত করে এবং পুষ্টির শোষণ খারাপ হতে থাকে।

২. প্রক্রিয়াজাত খাদ্য

আপনি যদি স্বাস্থ্যকর চুল চান তাহলে প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকার অব্যাস করুন। এসব খাবারে উপস্থিত ট্রান্স ফ্যাট চুলের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করে। যার ফলে চুল দিনদিন দুর্বল হয়ে পরে। এটি ঘটলে মেলানিনের উৎপাদনকে সরাসরি প্রভাবিত করে তুলে। মেলানিন হলো স্বাস্থ্যকর চুলের জন্য প্রয়োজনীয় একটি রক্ষক।

৩. ফাস্টফুড

ফাস্টফুডে থাকে অস্বাস্থ্যকর ফ্যাট। এতে পুষ্টির পরিমাণও খুবই কম। তাই এ ধরনের খাবার চুলের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে। যার কারণে চুলের বৃদ্ধিও থমকে যায়।

৪. কাঁচা ডিমের সাদা অংশ

কাঁচা ডিমের সাদা অংশও হতে পারে আপনার চুলের জন্য খারাপ দিক। কারণ কাঁচা ডিম বায়োটিনের অভাব সৃষ্টি করতে পারে। বায়োটিন হলো একটি ভিটামিন যা কেরাটিন উৎপাদনে সহায়তা করে। সুতরাং ডিম ডায়েটে আপনার জন্য একটি চমৎকার সংযোজন হলেও, নিশ্চিত করুন যে আপনি কাঁচা ডিমের সাদা অংশ খাচ্ছেন না।

৫. ক্যাফেইন

অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে শরীরে স্বাভাবিক পানিশূন্যতা দেখা দেয়। ফলে এর প্রভাব স্ক্যাল্পেও পড়ে এবং চুল ঝরতে শুরু করে। তাই ক্যাফেইনযুক্ত খাবার এরিয়ে চলুন অথবা পরিমাণ পরিমিত করুন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ