শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

ইস্তেঞ্জায় কেন মাটি ব্যবহার করা উত্তম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুহাম্মদ মিজানুর রহমান||

ইসলাম ধর্মে পবিত্রতা রক্ষার গুরুত্ব অপরিসীম, এবং দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা ইসলামের একটি মৌলিক অনুশীলন। ‘ইস্তেঞ্জা’ হলো পবিত্রতা রক্ষার সেই গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে প্রাকৃতিক কর্ম সম্পন্ন করার পর শরীরকে অপবিত্রতা থেকে পরিষ্কার করা হয়। এটি শুধুমাত্র শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং ইবাদতের পূর্বশর্ত হিসেবেও বিবেচিত। কেননা, নামাজসহ অন্যান্য ইবাদতের পূর্বে শারীরিক পবিত্রতা নিশ্চিত করাই ইসলামী শরিয়তের দাবি। তাই ইস্তেঞ্জা একটি অভ্যন্তরীণ নৈতিকতা, পরিচ্ছন্নতা ও আত্মশুদ্ধির সূচনা বিন্দু—যা একজন মুসলমানের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ।

ইস্তেঞ্জার (প্রস্রাব বা পায়খানা শেষে পরিশুদ্ধতা অর্জনে) পরে আমরা কেউ টিস্যু ব্যবহার করি, কেউ মাটি, কেউ শুধুই পানি। কিন্তু ইস্তেঞ্জায় মাটি ব্যবহার একটি সুন্নাতপন্থা। এতে রয়েছে শারীরিক, ধর্মীয় ও পরিবেশগত কিছু উপকারিতা।

ইসলামিক দৃষ্টিকোণ:

রাসুল (সা.) মাটি বা শুকনো ঢেলা ব্যবহার করেছেন, তারপর পানি দিয়ে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করেছেন (সহিহ হাদিস: মুসলিম)। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ (সা.) তিনটি শুকনো ঢেলা দিয়ে ইস্তেঞ্জা করেছেন।  (সহিহ মুসলিম)  তিনি বলেন:  “তোমাদের কেউ যেন ইস্তেঞ্জায় হাড় বা গোবর ব্যবহার না করে, বরং তিনটি ঢেলা ব্যবহার করুক।(সহিহ মুসলিম)

এ থেকে বোঝা যায়, পানি ছাড়াও মাটি/ঢেলা/পাথর ব্যবহার করা সুন্নাহর অংশ।

কেন মাটির ব্যবহার করব? 

পানি না থাকলে বা সাথে থাকলে মাটি ব্যবহার করে ইস্তেঞ্জা করা জায়েজ এবং সুন্নাহর অংশ। পাশাপাশি রয়েছে এর কিছু উপকারিতাও্।

১. মাটি তরল পদার্থ শোষণ করে, যা পায়খানার অবশিষ্টাংশ দূর করতে সহায়ক। 

২. মাটির কণাগুলি ঘর্ষণ তৈরি করে, ময়লা সহজে সরিয়ে দেয়। 

৩.প্রাকৃতিক মাটিতে ব্যাকটেরিয়া ও জীবাণু দমন করার ক্ষমতা থাকে। 

 ৪.পানি না থাকলে বা সংকটপূর্ণ অঞ্চলে এটি উপযুক্ত বিকল্প।

সতর্কতা:

তবে শুধু মাটি দিয়ে ইস্তেঞ্জা করলে পানি ব্যবহার করা উত্তম। কাঁচা বা ভেজা মাটি নয়, শুকনো ও পরিষ্কার মাটি ব্যবহার করতে হবে্।মাটি ব্যবহারের পর হাত ধোয়া ফরজ নয়, তবে সুন্নাহ ও স্বাস্থ্যগত দিক থেকে জরুরি। আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে ব্যবহৃত মাটি যেন প্যানে ফেলা না হয়। এজন্য টয়লেটে মাটি ফেলার জন্য আলাদা একটি পাত্র রাখা যেতে পারে।

ইস্তেঞ্জায় মাটি ব্যবহার করা একদিকে রাসুলের সুন্নাহ, অন্যদিকে বাস্তব অবস্থার নির্ভরযোগ্য সমাধান। তবে সর্বোত্তম হলো, মাটি ও পানি উভয় ব্যবহার করে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা। ইসলাম সবসময় পরিচ্ছন্নতাকে উৎসাহ দেয়—মাটি তারই একটি উপকরণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ