রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭


হাডসন রিভারে সিলেটিদের প্রমোদ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লায়েছ আহমদ মিনু 

জুলাইয়ের তীব্র তাপদাহে পুড়ছে নিউইয়র্কের আকাশ। এমন আবহাওয়াতে বিশ্বের রাজধানীখ্যাত ম্যানহাটনকে প্রমোদতরীতে চারদিক থেকে ঘুরে দেখার অভিযাত্রায় বের হচ্ছেন সিলেটিরা। আয়োজন করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক। 

চলতি জুলাইর ১৩ তারিখ, সোমবার বিকেল। নিউইয়র্কের ফ্লাসিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় সিলেটিদের সমাগম শুরু হয়েছে। বিকেল যত গড়াচ্ছে উপস্থিতি ততই বাড়ছে। হঠাৎ করেই আকাশে মেঘের ঘনঘটা, একটু পরেই নামবে বৃষ্টি। ফ্লাসিংবে’র কূলঘেঁষা মেরিনা বেনকুয়েটের পাশেই অপেক্ষমাণ রয়েছে একটি প্রমোদ তরী। এই তরীতেই যুক্তরাষ্ট্রের জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে ‘সামার ক্রুজের’ আয়োজন করা হয়েছে। বোর্ডিং টাইমের অনেক আগেই সকলে ছিলেন উপস্থিত। অপেক্ষমাণ অতিথিদের এক পশলা বৃষ্টি যেন শান্তির পরশ দিয়ে গেল। বাড়িয়ে দিল উৎসবের আমেজ। কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টামণ্ডলীসহ উপস্থিত সবাইকে নিয়ে সংগঠনে সভাপতি মইনুল ইসলাম বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। 

বিকেল ৬.৩০টায় শুরু হলো প্রমোদ তরীতে উঠার পালা। সংগঠনের সহ-সভাপতি ও অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী শেফাজ, কো-চেয়ারম্যান ও সহ-সভাপতি মোহাম্মদ এ খায়ের, দফতর সম্পাদক লায়েছ আহমদ মিনু এবং জয়নাল উদ্দিন লায়েক প্রমোদতরীতে সবাইকে স্বাগত জানালেন। হঠাৎ করেই থমকে গেল তরিতে উঠার পর্ব। প্রমোদতরীর স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়েও উপস্থিতি বেশি হওয়াতে এই বিপত্তি। কাউকে ফেলে রেখেতো আর তরী ভাসানো যাবে না। সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ আয়োজনের আহবায়ক বেলাল চৌধুরী, সদস্য সচিব ও সংগঠনের ট্রেজারার ময়নু জামান চৌধুরী তাই যারপর নাই ব্যতিব্যস্ত হলেন। কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে সবাইকে নিয়েই শুরু হলো যাত্রা। 

যাত্রা শুরুর কিছুক্ষণ পর আপ্যায়ন কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক সভাপতি শাহীন কামালী, কো-চেয়ারম্যান ও কার্যকরী কমিটির সদস্য মো. বদরুল উদ্দিন, সহ-সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক মনির উদ্দিন, সহ-সম্পাদক ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন, সাদস্যিক সম্পাদক শাহিনুল ইসলাম,  প্রচার সম্পাদক খলিলুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলামসহ কার্যকরী কমিটির সবাই অতিথিদের কোমল পানীয় এবং ডিনার সরবরাহ করতে শুরু করেন। এদিকে তৃতীয় তলায় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব জামাল আহমদের পরিচালনায় নিউইয়র্কের প্রতিথযশা শিল্পীদের পাশাপাশি প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর সন্তান প্রতিক হাসানের গান এবং আধুনিক ও বাউল গানর ঝংকারে খাবার দাবারের খোঁজ নেই আমোদপ্রিয় জালালাবাদবাসীর। এদিকে কার কী প্রয়োজন, কার কী অসুবিধা তার দিকে কড়া নজর রাখতে উপর তলা থেকে নিচতলা চষে বেড়াচ্ছেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল চৌধুরী উমেল।

তরী যখন স্টেচ্যু অব লিভার্টির পাশ দিয়ে অতিক্রম করছে, তখন মুষলধারে চলছে বৃষ্টি। দুদিকে রাতের নিউইয়র্ক ও নিউজার্সির লাল-নীল বাতির আলোকচ্ছটায় হাডসন রিভারে এক অনন্য সুন্দর চিত্র ফুটে ওঠে।

র‍্যাফেল ড্র উপকমিটির কো চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক লায়েছ আহমদ মিনু, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা তাসমিয়া চৌধুরী ও সদস্য ফিজা'কে খুব ব্যতিব্যস্ত হতে দেখা গেল র‍্যাফেল ড্র’র টিকেট বিক্রিতে। ব্যাপক উদ্দীপনায় প্রায় সকলেই সংগ্রহ করলেন টিকেট। ঘড়ির কাটায় রাত ১০টা। ১১টায় তরী ভিড়বে ফ্লাসিংয়ে যেখান থেকে শুরু হয়েছিল যাত্রা। উপরের তলায় সংগীত শিল্পীদের গানের মুর্ছনায় যখন অধিকাংশ অতিথি বিভোর, তখন অনুষ্ঠানের সমাপনী টানতে মঞ্চে মাইক্রোফোন হাতে সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ একে একে পরিচয় করিয়ে দিলেন নৌ বিহারের আয়োজক সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যদের। সংক্ষিপ্ত বক্তব্যে অনুষ্ঠান আহ্বায়ক বিলাল চৌধুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। র‍্যাফল ড্র বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। 

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন হক অ্যান্ড সন্সের চেয়ারম্যান আব্দুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম এ আজিজ, সাবেক সভাপতি মো. রব মিয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবিব, সহ সভাপতি ফারুক চৌধুরী, সাবেক সেক্রেটারি ফখরুল আলম, সাবেক ট্রেজারার নওশাদ হোসেন, সাবেক কর্মকর্তা ও কমিউনিট অ্যাক্টিভিস্ট জে মুল্লা সানি, মাদারীপুর সমিতির সাবেক সভাপতি মো. এ শেখ, মৌলভীবাজার এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, কমিটির সদস্য দেওয়ান মুতাচ্ছির। 

খৃষ্টফার কলম্বাস খ্যাত বাংলাদেশি আমেরিকান রিপাব্লিকান পার্টির প্রেসিডেন্ট নাসির উদ্দিন খান পল, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী, রাজনিতীবিদ শাহিন আজমল, ফরিদ আলম, মনসুর চৌধুরী, এবাদ চৌধুরী, দুরুদ মিয়া রনেল, অভিনেত্রী রিচি সোলায়মান, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার অধ্যাপক আমিনুল ইসলাম চুন্নু, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আপ্তাব আলী, রাজনিতীবিদ সৈয়দ বশারত আলী প্রমুখ। অনুষ্ঠান স্পন্সরদের মাঝে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের সাবেক উপদেষ্টা ফাহাদ রাজ বিন সোলায়মান, মর্টগেজ ব্যাংকার আকিব হোসেন, নেট ক্যাবলের স্বত্বাধিকারী রহমান মালিক প্রমুখ।

রাত ১১টায় শিল্পীদের গানের বাজনা যখন স্থবির হয়ে এলো, বুঝতে বাকি রইল না এবার যাবার পালা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ ইনকের প্রমোদ ভ্রমণ জালালাবাদবাসীর মাঝে ব্যতিক্রমী আনন্দের সঞ্চার করে।

লেখক: দফতর সম্পাদক : জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ