শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

কেন খাবেন কুমড়ার বীজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

কুমড়ার বীজ পুষ্টিগুণে ভরপুর। শরীরের জন্য এটি অত্যন্ত উপকারী। যেভাবেই খাওয়া হোক না কেন, প্রতিদিনের খাদ্যতালিকায় এই ছোট্ট সুপারফুড যুক্ত করলে শরীর পাবে নানা উপকার। চলুন জেনে নিই কুমড়ার বীজের কিছু উপকারিতা—

মানসিক চাপ কমায়

কুমড়ার বীজে রয়েছে অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান, যা প্রোটিন উৎপাদনে সাহায্য করে এবং সেরোটোনিন তৈরিতে ভূমিকা রাখে। সেরোটোনিন হলো মস্তিষ্কের একটি রাসায়নিক যা ঘুম ও মেজাজ নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ছাড়া কুমড়ার বীজে থাকা ম্যাগনেসিয়াম চাপ ও উদ্বেগ কমাতে কার্যকর।

হাড় মজবুত রাখে

শুধু ক্যালসিয়াম নয়, হাড়ের জন্য ম্যাগনেসিয়াম ও ফসফরাসও সমান গুরুত্বপূর্ণ। কুমড়ার বীজে এই তিনটি পুষ্টিই বিদ্যমান, যা হাড়ের ঘনত্ব বাড়ায় ও হাড়ের সমস্যা প্রতিরোধে সহায়তা করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

কুমড়ার বীজে রয়েছে জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং প্রদাহ কমায়। সারা বছর সুস্থ থাকতে খাদ্যতালিকায় কুমড়ার বীজ রাখা যেতে পারে।

হৃদযন্ত্রের জন্য ভালো

স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কুমড়ার বীজ হৃদযন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে।

ত্বক ও চোখের যত্নে

কুমড়ার বীজে রয়েছে ভিটামিন ই, ক্যারোটিনয়েড ও জিঙ্ক, যা ত্বক ও চোখের জন্য অত্যন্ত উপকারী। ভিটামিন ই ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং বার্ধক্যের ছাপ ধীর করে। ক্যারোটিনয়েড দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে

উচ্চ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ কুমড়ার বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য যেমন উপকারী, তেমনি যারা শক্তির ঘাটতি রোধ করতে চান তাদের জন্যও কার্যকর।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ