শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

শুধু ঘুম পায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

অনেক কর্মজীবী মানুষ দুপুরে খাবার পর ঘুম ঘুম অনুভব করেন, ফলে কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যা মূলত অনিয়মিত ঘুম, শারীরিক দুর্বলতা এবং একঘেয়ে কর্মপরিবেশের কারণে হয়ে থাকে। তবে কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে এ সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব।

প্রথমেই প্রয়োজন পর্যাপ্ত ঘুম। প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুম না হলে শরীর ক্লান্ত থাকে এবং পরদিন কর্মস্থলে ঝিমুনি আসে। তাই নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করা জরুরি।

এ ছাড়া নিয়মিত ব্যায়াম করা ঘুম ঘুম ভাব দূর করতে কার্যকর ভূমিকা রাখে। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীরকে চাঙা রাখে এবং মনোযোগ বাড়ায়।

অফিসে কাজের ফাঁকে কিছুক্ষণ বিরতি নেওয়াও উপকারী। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপ বা হালকা হাঁটাচলা মন সতেজ করে এবং একঘেয়েমি দূর করে।

বিশেষজ্ঞরা পরামর্শ দেন, চোখ-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিলে ঝিমুনি কেটে যায়। এছাড়া এক কাপ গরম চা বা কফিও ঘুম তাড়াতে সহায়তা করে এবং শরীরকে করে তোলে আরও কর্মক্ষম।

পুষ্টিবিদদের মতে, খেজুর খাওয়াও দেহে শক্তি জোগায়। মরুভূমির মানুষ যেমন শুকনো খেজুর খেয়ে দীর্ঘ সময় কাজের শক্তি পান, আমরাও খেজুর খেয়ে কর্মক্ষম থাকতে পারি।

সবশেষে বলা যায়, নিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং সময়মতো বিশ্রামই পারে দুপুরের ঘুম ঘুম ভাব দূর করে কর্মজীবনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলতে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ