শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬


প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে বাংলাশে খেলাফত মজলিসের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাশে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাশে খেলাফত মজলিসের আমির  ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রফেসর হামীদুর রহমান অসংখ্য আলেম-উলামা ও সাধারণ শিক্ষিত মানুষের আধ্যাত্মিক রাহবার ছিলেন। তিনি আলোচনা ও লেখনীর মাধ্যমে মানুষের সামনে ইসলামের বক্তব্য তুলে ধরেছেন। তিনি একজন ইসলামি স্কলার ছিলেন, দ্বীনের বিভিন্ন  ক্ষেত্রে তার অবদান রয়েছে।  তার ইন্তেকালে জাতি একজন আধ্যাত্মিক রাহবারকে হারালো।যা অপূরণীয়। 
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ তাআলার দরবারে জন্নাতের উচ্চ মাকাম দানের দুআ করেন। 

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ