শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসছে ইসি: ইসি সচিব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজনৈতিক অস্থিরতা ভোট নিয়ে ভাবাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। এ সময় ‌‘নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে’ বলেও অভিমত জানান তিনি।


বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সচিব। 

তিনি বলেন, ‘রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। সেই ধারাবাহিকতায় আগামীকাল ৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিলে তা শুনবে কমিশন।’

জাহাংগীর বলেন, ‘১৯ নভেম্বর কমনওয়েলথ পাক নির্বাচনী দলের সাথে বৈঠক করবে নির্বাচন কমিশন। পাশাপাশি মার্কিন নির্বাচন পর্যবেক্ষক ভোটের সময় পর্যবেক্ষণ করতে আসবে।’

তিনি আরও বলেন, ‘মনোনয়পত্রসহ নির্বাচনী সামগ্রী ধাপে ধাপে  জেলায় নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ