শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬


সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই: আইনমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পুলিশ এখন কার নির্দেশনায় কাজ করবে এমন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পুলিশের ব্যাপারে কোনো বক্তব্য থাকলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন জানাবে। যদি কমিশনের বক্তব্য যৌক্তিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

পুলিশের বদলি ও পদোন্নতি নির্বাচন কমিশনের অধীনে হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার নেবে কিনা। আমি বলতে পারবো না।’

আনিসুল হক বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর সরকার নির্বাচন পর্যন্ত রুটিন কাজ করে যাবে এ সময়ে কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না।’

মন্ত্রী বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন যে সরকার থাকে, তারা নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয় না, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।’

রুটিন কাজ বলতে কী বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি বলেন, ‘গতানুগতিক অফিস চলা। এ সময়ে উন্নয়নকাজ চলমান থাকবে। কিন্তু নতুন করে উন্নয়নকাজ শুরু হবে না (নতুন প্রকল্প)। যা কিছু নির্বাচনে একটি দলের পক্ষে প্রভাবিত করতে পারে, সে রকম কাজ করা হবে না।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ