বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হাদিস বিশ্বকোষ ‘আল-মুদাওয়ানা আল-জামিয়া’র অন্যতম রচয়িতা মুফতি মাহমুদ হাসান  অবিলম্বে ইসলামবিদ্বেষী নারী কমিশন বাতিল করুন : খেলাফত মজলিস নারী কমিশন বিলুপ্তির দাবি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক কাশ্মীরিদের শত্রু হিসেবে না দেখার আহ্বান মুখ্যমন্ত্রী আব্দুল্লাহর কল্পনাশক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়: প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান আমেরিকার তৈরি বন্দুকে কাশ্মীরে হামলা ভারতে বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ স্থগিত মহিলা মাদরাসায় সিসি ক্যামেরা স্থাপন: ৩ শিক্ষাবিদ আলেমের ভাবনা

এমপি আনার হত্যা: ঢাকায় ফিরে যা বললেন ডিবির হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলকাতায় উদ্ধার হওয়া খণ্ডিত মাংস ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। তবে ফরেনসিক রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হতে পারবো।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টায় কলকাতা থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, কলকাতায় আমাদের তদন্তকাজ সফল হয়েছে। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করতে গিয়েছি, তা পেয়েছি। আলামত উদ্ধার, পারিপার্শ্বিক ডিজিটাল তথ্য-উপাত্ত সংগ্রহ করায় আনার হত্যার তদন্ত অনেকটাই এগিয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই তা নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, আমরা সে দেশের কলকাতা পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছি। কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদের সঙ্গে কথা বলেছি। তার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আরেকজন অভিযুক্ত নেপালে। ইন্টারপোলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে।

হারুন অর রশিদ জানান, আমরা কাঠমান্ডুর সঙ্গে যোগাযোগ করছি। শাহীনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিতে ভারতকে অনুরোধ করেছি। এ সময় দুই দেশের গোয়েন্দাদের তথ্য সমন্বয় করে মামলার তদন্ত পরিচালনা করায় ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ