সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করতে সরকার কাজ করছে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম, খতিব এবং মুয়াজ্জিনরা সমাজের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাদের উপযুক্ত সম্মান জানাতে একটি সুষ্ঠু বেতন কাঠামো তৈরি এবং উৎসব ভাতা প্রদান নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি মসজিদ পরিচালনার জন্য আলাদা নীতিমালা তৈরির কাজও চলছে।

সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা দূরীকরণ, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কাজ সম্পন্ন করার পর নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

সংখ্যালঘু ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের স্ব-স্ব ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। কেউ যদি এ অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ ছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং জেলার বিভিন্ন মসজিদের ২০০ খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ