সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ ।। ২৪ চৈত্র ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৬


মার্কিন শুল্কের প্রভাব সামাল দেয়া কঠিন হবে না : অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের প্রভাব বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর হবে, এ ব্যাপারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি সামাল দেয়া খুব বেশি কঠিন হবে না।

তিনি বলেন, বাংলাদেশের পণ্য আমদানি-রফতানিতে এই শুল্ক আরোপের ফলে বড় কোনো প্রভাব পড়বে না।

আজ রোববার সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি বাংলাদেশের অর্থনীতির ওপর খুব বড় কোনো প্রভাব ফেলবে না। এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশী পণ্যের বাজারে প্রবেশে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এর প্রভাব মোকাবিলা করা খুব কঠিন হবে না বলে মনে করছেন তিনি।

তিনি বলেন, চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বেশ ভালো ছিল। মার্চ মাসে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক। এর ফলে দেশের রিজার্ভও বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন যে, ঈদ উপলক্ষে সাধারণ মানুষ ভালোভাবে ঈদ পালন করেছে এবং দেশের অর্থনীতি সাময়িক সঙ্কট মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ