শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬


 বাংলাদেশের পোশাক শিল্পে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে পোশাক শিল্পে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডায়িং খাতে ১০ কোটি ডলার এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫ কোটি ডলার বিনিয়োগ করবে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।
জানা গেছে, বাংলাদেশের পোশাক শিল্প ও টেক্সটাইল খাতের বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করতে চায় হান্দা চীনের ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) প্রসার এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় অনুমোদন ও আইনি শর্ত পূরণে আগ্রহ প্রকাশ করেছে।

হান্দা ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড সংক্ষেপে হান্দা ইন্ডাস্ট্রিজ নামে পরিচিত। এটি চীনভিত্তিক একটি ব্যক্তিমালিকানাধীন কোম্পানি, যা টেক্সটাইল ও পোশাক শিল্প ব্যবসার সঙ্গে জড়িত। হান্দা ইন্ডাস্ট্রিজ পোশাক তৈরিতে উন্নতমানের উপকরণ ও পোশাক উৎপাদনে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হান্দা ইন্ডাস্ট্রিজের অধীনে একাধিক সহায়ক প্রতিষ্ঠান রয়েছে, যা ওয়েফট নিটেড কাপড়, বুননের রঙ ও ফিনিশিং, পোশাকের নকশা এবং উৎপাদন নিয়ে গবেষণা ও উন্নয়নে কাজ করে চলেছে।

বছরের পর বছর ধরে উদ্ভাবন, নিষ্ঠা, সততা ও গ্রাহককে প্রাধান্য দিয়ে কাজ করছে হান্দা ইন্ডাস্ট্রিজ। প্রায় ৩০ বছরের কঠোর পরিশ্রম, ধারাবাহিক উদ্ভাবন এবং বিন্যাসের মাধ্যমে হান্দা একটি ছোট ও মাঝারি আকারের উদ্যোগ থেকে শক্তিশালী উদ্যোগে রূপান্তরিত হয়েছে। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে এর উৎপাদন ও বিপণন কেন্দ্র রয়েছে। এতে প্রায় ১০ হাজারের বেশি কর্মী কাজ করেন এবং বার্ষিক আয় ৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

এনএইচ/


সম্পর্কিত খবর