রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

আগাম হুমকির পরেও নিরাপত্তা নিয়ে বেখেয়ালী ছিল ঢাবি প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন দেয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার ভোররাতে চার দেয়ালের ভেতরে তৈরি করা ফ্যাসিবাদের ওই প্রতিকৃতিতে আগুন দেয়া হয়।

মুখাবয়বটি তৈরি হওয়ার পর থেকেই বিভিন্ন অঙ্গণে আলোচনা সমলোচনা হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বেশ কিছু বেনামী চিঠি দেয়া হয় । যেখানে মুখাকৃতিটি সরিয়ে ফেলার জন্য বলা হয়। যদি না সরানো হয়, আয়োজনে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে হুমকির আভাস দেয়া হয় ওই চিঠিতে।

এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুর্ঘটনার ব্যাপারে জানালেও তারা গায়ে মাখেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রক্টরিয়াল টিমের একাধিক সদস্য বলেন, আমাদের রাতে ডিউটিতে ছিল মাত্র চারজন। তবে এখানে কেউ ছিল না। রাত ৮টার দিকে আমরা চলে যাই। পুলিশ গেটের দায়িত্বে ছিল।

কেন নিরাপত্তা নিয়ে আগাম জোরালো প্রস্তুতি নেয়া হয়নি সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিতে যে আগুন দেয়ার ঘটনা ঘটেছে সেটা কাপুরুষোচিত আচরণ। সুযোগ বুঝে দুষ্কৃতকারীরা মুখাকৃতিতে আগুন দিয়েছে। সকালেই জিডি করা হয়েছে। দুপুরে মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে একটি মুখোশ ধারি একজনকে আগুন দিতে দেখা গেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি দুষ্কৃতকারীদের চিহ্নিতপূর্ব অতিদ্রুত শাস্তির আওতায় আনা যাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ