মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ভারতকে জবাব দিতে হবে দেশের তরুণ চিকিৎসকদের: মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের হুমকির জবাবে দেশের তরুণ চিকিৎসকদের মানবিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। 

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেটিনা গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাহমুদুর রহমান বলেন, ভারত বাংলাদেশের জনগণকে চিকিৎসা না দেওয়ার হুমকি দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসাও বন্ধ করে দিয়েছে। এটা সরাসরি একটি অমানবিক ও শাস্তিমূলক পদক্ষেপ।

তিনি আরও বলেন, ভারতের দখলদার মনোভাব, আধিপত্যবাদী নীতি ও হেজেমনিক আচরণের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম একটি মহান গণবিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। আর এ কারণেই ভারত এখন বাংলাদেশের জনগণকে শাস্তি দিতে চাচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, এ শাস্তির রূপ কী?—বাংলাদেশিদের চিকিৎসা করবে না, চিকিৎসকদের মুখে এ ধরনের ঘোষণা, পাশাপাশি ভিসা বন্ধ। এটা মানবিকতার চরম লঙ্ঘন।

এই সম্পাদক বলেন, আজ ফিলিস্তিনের চিকিৎসকরা জীবন বাজি রেখে ইসরাইলি হামলায় আহতদের চিকিৎসা দিচ্ছেন, তা এক অনন্য দৃষ্টান্ত। অথচ ভারত বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়ে নিজেদের অমানবিক মুখোশ উন্মোচন করেছে।

দেশের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, এ অমানবিকতার জবাব দিতে হলে আমাদের তরুণ চিকিৎসকদেরই এগিয়ে আসতে হবে। আপনাদেরই হতে হবে মানবিকতার নতুন দৃষ্টান্ত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ