শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

রাজধানীতে হজ ও ওমরাহ মেলা শুরু আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা। সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি সূত্রে এ তথ্য জানা গেছে।

হজ এজেন্সি অব বাংলাদেশ-হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মেলা চলবে আগামী শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত। এতে হজ এজেন্সি, তিন-চারটি উড়োজাহাজ কোম্পানি, ছয়-সাতটি ব্যাংক ও আইটি প্রতিষ্ঠানসহ মোট ১৫৪টি স্টল অংশ নিচ্ছে।

তিনি বলেন, মেলার মাধ্যমে হজ ও ওমরাহ পালনে মানুষকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন হজ প্যাকেজ যাচাই-বাছাই করে মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি এজেন্সির সঙ্গে চুক্তি করার সুযোগ মিলবে। এ সময় গ্রাহকরা প্যাকেজে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ও পাবেন।

হাব জানায়, দেশের অধিকাংশ হজযাত্রী গ্রামীণ এলাকায় বাস করেন। যদিও বেশির ভাগ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক, তবে এই মেলার মাধ্যমে সারাদেশের হজযাত্রী ও এজেন্সিগুলোর মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

এদিকে ২০২৬ সালের হজ রোডম্যাপ অনুযায়ী বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস এবং মুয়াল্লিমের মাধ্যমে বাড়ি ভাড়ার নিয়ম কার্যকর হলে হাজিদের কষ্ট ও ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে হাব জানিয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়কে বলা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় সৌদি আরবকে চিঠি দিয়েছে এবং জবাবের অপেক্ষায় রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ