শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা, বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সংবর্ধনা জানিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদে মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ তাঁর কার্যালয়ে ধর্ম উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। পরে তাঁরা বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আলোচনায় ধর্ম উপদেষ্টা পাকিস্তানের ধর্মমন্ত্রীকে অনুরোধ জানান—বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে পাকিস্তানের খ্যাতনামা মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে। এ প্রস্তাব বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দেন পাকিস্তানের ধর্মমন্ত্রী। এছাড়া, দুই দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে পারস্পরিক ডেলিগেশন বিনিময়ের বিষয়ে উভয়পক্ষ একমত হন।

বাংলাদেশকে আন্তঃধর্মীয় সম্প্রীতির মডেল আখ্যা দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, দেশে ৯১ শতাংশের বেশি মানুষ মুসলমান হলেও সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষও সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এ পরিবেশ আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে পাকিস্তানের ধর্মমন্ত্রী জানান, সেদেশে ৬৭ শতাংশ হাজি সরকারি ব্যবস্থাপনায় এবং ৩৩ শতাংশ হাজি বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. সৈয়দ আতা উর রেহমান, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সেলর মুহাম্মদ তৈয়ব আলী।

উল্লেখ্য, পাকিস্তান সরকারের আমন্ত্রণে বর্তমানে ইসলামাবাদ সফরে রয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সফরে তিনি ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে সিরাতুন্নবী (সা.) সম্মেলনের ৫০তম সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিঞা মোহাম্মদ শেহবাজ শরিফ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ