বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭


রমজান সামনে রেখে ভোজ্যতেল ও ডাল কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আজ ভোজ্যতেল ও ডাল ক্রয়ের জন্য পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় এ অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) মাধ্যমে কমিটি ১০ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের অনুমোদন দেয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১ দশমিক ৮৭ কোটি টাকা এবং কেজি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭১ দশমিক ৮৭ টাকা।

প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয় উত্থাপন করে এবং সরবরাহকারী হিসেবে চট্টগ্রামের পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলসকে নির্বাচন করা হয়।

এছাড়া, কমিটি আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) আওতায় ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দেয়। এতে ব্যয় হবে প্রায় ১৭৮ দশমিক ৪৭ কোটি টাকা এবং প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩১ দশমিক ৪৭ টাকা।

সয়াবিন তেলটি থাইল্যান্ড থেকে প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে আমদানি করা হবে। এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় দরপত্রের মাধ্যমে সয়াবিন তেল ক্রয়ের একটি পৃথক প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ