বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

জমিয়ত নিয়ে যে বার্তা দিলেন শায়খ জিয়াউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়েখ জিয়া উদ্দীন বলেছেন,উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন,যার নেতৃত্বে ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা উপমহাদেশের সকল আজাদী সংগ্রামে নেতৃত্ব দানকারী সফল ও শীর্ষ উলামায়ে কেরাম, সময়ের প্রেক্ষাপটে আজ আমাদের হাতে এই বিপ্লবী কাফেলার দায়িত্ব অর্পিত হয়েছে, আমি আজ জীবনের শেষ পথে আপনাদের কাছে আমার অনুরোধ বা আমার বার্তা, আমাদের পীর মুর্শিদ বা যারা আমাদের শিক্ষাগুরু ছিলেন, তারা আমাদের হাতে এই মকবুল জামাতকে পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, আমিও আপনাদেরকে অনুরোধ করি জীবনের যে কোন ত্যাগের বিনিময় হলে এই সংগঠনের যেন কোন বিপর্যয়ের মুখে পড়ে না, আপনার বা আপনাদের কর্মকাণ্ড দ্বারা সংগঠন যেন প্রশ্নবিদ্ধ না হয়।

গতকাল ২২শে ফেব্রুয়ারী শনিবার রাত ৯টায় সিলেটের নগরীর ধোপাদিগীরপারস্হ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর নবনির্বাচিত ,২৫,২৬,২৭ সনের কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেট মহানগর জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা মুখলিসুর রাহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি বর্তমান জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম সহ-সভাপতি ,শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান।

আর বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাবেক সভাপতি,মাওলানা খলিলুর রহমান।

উত্তর জেলা জমিয়তের সভাপতি  মাওলানা আতাউর রহমান,উত্তর জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ প্রমুখ।

নবগঠিত কমিটির দায়িত্বশীল উপস্থিত ছিলেন সহ-সভাপতি যথাক্রমে মাওলানা নিজামুদ্দিন,মাওলানা মুজিবুর রহমান কাসেমী,প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা ফখরুজ্জামান,মাওলানা মাহমুদ হাসান,মাওলানা আব্দুল্লাহ নেজামী,মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা হাফিজ আহমদ কাবির আমকুনী,মাওলানা মুখতার আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন ও মাওলানা হাফিজ আহমদ সগির,সহ-সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মোস্তফা কামাল,আলহাজ্ব মাওলানা জুবের আল মাহমুদ,মুফতি মাওলানা মতিউর রহমান, মাওলানা হোসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান,প্রচার ও অফিস সম্পাদক মাওঃ শামীম আহমদ,সহ প্রচার সম্পাদক মাওলানা মাসুম আহমদ,

অর্থ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি  জাকারিয়া মাহমুদ,সাহিত্য সম্পাদক মাওলানা হাসান আহমেদ,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মাওলানা শুয়াইব আহমদ,সমাজ সেবা সম্পাদক এডভোকেট রেজাউল হক,শ্রম বিষয়ক সম্পাদ মাওলানা তায়িবুর রহমান,পাঠাগার সম্পাদক,মাওলানা মাহদী হাসান, স্বেচ্ছাসেবক সম্পাদক,মাওলানা আব্দুল মুকিত চৌধুরী,যুব বিষয়ক সম্পাদক, মাওলানা লুৎফুর রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক আবুল খায়ের,সদস্যবৃন্দ হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আব্দুর রহমান শাজাহান,মাওলানা কবির আহমদ মাওলানা জাহিদ আহমদ চৌধুরী,হাফিজ কবির আহমদ মাওলানা আবুল বাশার,মাওলানা আব্দুল গফুর প্রধান,এম বেলাল আহমদ চৌধুরী,মাওলানা আবু মোহাম্মদ ইয়াহিয়া, মাওলানা ফয়জুল বারী,মাওলানা ফয়সাল আহমদ, হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ শাহজাহান,মাওলানা হুসাইন আহমদ জাতিগঞ্জী,মাওলানা শরিফ উদ্দিন মাওলানা হোসাইন আহমদ চৌধুরী সহ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ