রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

ওয়াকফ বিল বাতিলে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফতের গণমিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ‘ওয়াকফ বিল ২০২৫’ বাতিল ও ভারতজুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে গণমিছিলের আয়োজন করা হয়েছে।

আগামী ২৩ এপ্রিল (বুধবার) বাদ জোহর ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে যাবে গণমিছিলটি। পরে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানান গণমিছিল ও স্মারকলিপি প্রদান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি ভারতীয় দূতাবাস অভিমুখে ২৩ এপ্রিলের গণমিছিল ও স্মারকলিপি প্রদান সফল করার জন্য ঈমানদার তৌহিদি জনতা ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

সোমবার এ নিয়ে একটি বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মসলিস। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বৈঠকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মুহাম্মাদ ফয়সাল, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মদ মাহদী হাসান, যুব মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ