রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত আন্দোলনের সাথে আজ সমমনা ইসলামী দলসমূহের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই)  কামরাঙ্গীরচর মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আওয়ামী সরকারের করা মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলমী দলসমূহের ঐক্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আজিজুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী এবং কেন্দ্রীয় সদস্য মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ।

বৈঠকে উপস্থিত নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। তারা মনে করেন, ঐক্যবদ্ধ ইসলামী দলসমূহই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।

নেতৃবৃন্দ আগামী নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের একক প্রার্থী মনোনয়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।

এই বৈঠকের মাধ্যমে ইসলামী দলসমূহের ঐক্য ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ