খেলাফত আন্দোলনের সাথে আজ সমমনা ইসলামী দলসমূহের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) কামরাঙ্গীরচর মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আওয়ামী সরকারের করা মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলমী দলসমূহের ঐক্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আজিজুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী এবং কেন্দ্রীয় সদস্য মুফতি আবুল হাসান কাসেমী প্রমুখ।
বৈঠকে উপস্থিত নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। তারা মনে করেন, ঐক্যবদ্ধ ইসলামী দলসমূহই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে।
নেতৃবৃন্দ আগামী নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের একক প্রার্থী মনোনয়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন এবং এই কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।
এই বৈঠকের মাধ্যমে ইসলামী দলসমূহের ঐক্য ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কার্যক্রম আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
এমএইচ/