রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

সোহরাওয়ার্দীর সমাবেশে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ চায় জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী সেখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ চায় জামায়াতে ইসলামী। ‘ঢাকা চলো’ স্লোগানে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৭ জুলাই) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে মাঠ পরিদর্শনে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়ায্জম হোসেন হেলাল, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতারা। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অধ্যাপক পরওয়ার।

তিনি জানান, জাতীয় সমাবেশের জন্য ৩১ ফুট প্রস্থ ও ৩৬ ফুট দৈর্ঘ্যের মঞ্চ নির্মাণ করা হবে। থাকবে এলইডি প্রজেক্টর, সিসি ক্যামেরা, পর্যাপ্ত ওজু ও টয়লেটের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা। ‘ঢাকা চল’ স্লোগানে তিনি দেশবাসীকে ওই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। পরওয়ার বলেন, আমাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা। তাই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাই।

নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এই পরিস্থিতিতে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। যারা এই অবনতি ঘটিয়েছে, তারাই ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইসহ অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।

তিনি আরও বলেন, নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। সব দলের জন্য সমান সুযোগ এবং ভোটারদের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিত করতে হবে। এসময় তিনি জাতীয় সমাবেশ সফল করতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ